বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথের ৩ নং অলংকারি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান (১) ফজলু মিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।.
.
রবিবার ( ২৩ নভেম্বর) দুপুরে অলংকারি ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক ভাবে মেম্বার ফজলু মিয়া দায়িত্বভার গ্রহণ করেন। গত ২০ নভেম্বর পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, মেম্বার ফজলু মিয়ার হাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন।.
.
চেয়ারম্যান আতিকুর রহমান লিটন গত ২১ নভেম্বর শুক্রবার এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য গমন করেছেন।.
আতিকুর রহমান লিটন যুক্তরাজ্য সফরে যাওয়ায় ফজলু মিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার অর্পন করেন বলে জানান ফজলু মিয়া।.
.
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গের উপস্থিতিতে আজ দায়িত্বভার গ্রহণ করে পরিষদের কার্যক্রম পরিচালনা শুরু করেছেন তিনি। সকল প্রকার সেবা গ্রহীতাদের নাগরিক সেবা প্রদানের অঙ্গিকার নিয়ে তিনি ইউনিয়নবাসীকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান। এসময় তিনি চেয়ারম্যান আতিকুর রহমান লিটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।.
.
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফায়ার সার্ভিসের জৈন্তাপুর, কানাইঘাট ও বিশ্বনাথ উপজেলার ওয়ার ইন্সপেক্টর মোঃ মুনিম সারওয়ার, পরিষদের ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হানিফ আলী, ৭ নং ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিন, ৩ নং ওয়ার্ড মেম্বার ছগির আলী, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নুরবি বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের নারী সদস্য শাহিনা বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের নারী সদস্য আমিনা বেগম, পরিষদের সচিব সুকান্ত দেব নাথ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলু মিয়ার পিতা আব্দুস সাত্তার, অলংকারী ইউনিয়ন যুবদলের সহ সভাপতি ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ সুমন, সাংগঠনিক সম্পাদক আলী আহবাব মাসুম, রাজনৈতিক ব্যাক্তিত্ব সমুজ আলী, সমাজসেবক আঙ্গুর মিয়া, মখই মিয়া, মুরব্বি আঃ রহিম, গিয়াস উদ্দিন, ফরিদ মিয়া, আঃ রজাক, তেরাব আলী, আশরাফ খাঁন, ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও এলাকার সুশীল গণ্যমান্য ব্যক্তিবর্গ। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: